চট্টগ্রাম টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, টসে জিতলে তিনিও একই সিদ্ধান্ত নিতেন।
বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান জাকির হাসানের। চোট পেয়ে আগেই ছিটকে যাওয়া তামিম ইকবালের জায়গায় খেলছেন তিনি। টেস্টে বাংলাদেশের ১০১তম ক্রিকেটার হলেন জাকির। সর্বশেষ অভিষেক হয়েছিল মোহাম্মদ নাঈমের।
জাকিরের অভিষেকের দিনে টেস্টে ফিরেছেন ইয়াসির আলী। দক্ষিণ আফ্রিকা সফরে খেলার পর বাংলাদেশের সর্বশেষ সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিঠের চোটের কারণে খেলতে পারেননি। তাঁর জায়গায় খেলানো হয়েছিল এনামুল হককে।
দলে জায়গা হয়নি মুমিনুল হকের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়েছিলেন। বেশ কিছু দিন ধরেই ফর্মের বাইরে থাকা সাবেক অধিনায়ক তাই নিজের প্রিয় মাঠ দিয়ে ফিরতে পারছেন না। প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি ওপেনার মাহমুদুল হাসানেরও।