মো. আসাদুজ্জামান (আতিফ আসাদ নামেও পরিচিত) জামালপুরের সরিষাবাড়ীর ছেলে। রোববার বিকেলে মুঠোফোনে কথা হলো তাঁর সঙ্গে। পুরস্কার পাওয়ার আনন্দ তখনো তাঁর কণ্ঠে। সরকারি আশেক মাহমুদ কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া আসাদুজ্জামান জানালেন, ২০১৮ সালের জানুয়ারি মাসে নিজের বাড়ির বারান্দায় মিলন স্মৃতি পাঠাগারের যাত্রা শুরু করেন। আর এতে এলাকার বড় বোন শর্মি আক্তার নিজের পুরোনো প্রায় ২০টি বই দিয়ে সহায়তা করেছিলেন। এখন আসাদুজ্জামানের তদারকিতে পরিচালিত ১৬টি পাঠাগারে মোট বইয়ের সংখ্যা ৮ হাজার।