তাহেরা খাতুনের দোতলা বাড়ি। স্বামী, ছেলে, ছেলের বউসহ ওই বাড়িতে তাঁরা চার থেকে পাঁচজন থাকেন। শুধু তাঁদের বাড়ি নয়, তাঁদের গলিতে ওয়াসার পানি যাচ্ছে না।
ওই গলিতে থাকা অন্য বাড়ির বাসিন্দাদের কয়েকজন গভীর নলকূপ দিয়ে ওয়াসার পানি তোলেন। তবে তাহেরা খাতুনের বাসায় গভীর নলকূপ নেই। তাই অন্যদের কাছ থেকে পানি কিনে চলতে হচ্ছে তাঁকে।
শিক্ষক তাহেরা খাতুন বলেন, সম্প্রতি ওয়াসার মড-১-এর নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্লাহ তাঁর এলাকা সরেজমিনে দেখে গেছেন। কিন্তু সমাধান আসেনি।
ওয়াসা থেকে বৈধভাবে পানির লাইন নিয়েছেন তাহেরা খাতুন। নিয়মিত বিল পরিশোধ করেন। তাহেরা খাতুনের এলাকায় সপ্তাহে তিন দিন ওয়াসার পানি যেত। দুই মাস আগেও পানি পেতেন। এরপর পানি আসা বন্ধ হয়ে যায়। এখন কখনো এক জগ, আবার কখনো এক বালতি করে হঠাৎ হঠাৎ পানি আসে।