এমিলিয়ানো মাতারেনগোলোর কথাই ধরা যাক। বুয়েনস এইরেসের ৩৯ বছর বয়সী এই অধিবাসী বিশ্বকাপ দেখতে কাতার যেতে নিজের জমানো সব অর্থ খরচ করবেন। ব্যবসায় প্রশাসনে স্নাতক পাস করলেও মেসির হাতে বিশ্বকাপটা কাছ থেকে দেখার প্রত্যাশায় ব্যবসার কোনো সূত্রই যেন মানছেন না এই আর্জেন্টাইন।
কাতারে বিশ্বকাপ দেখতে জমানো অর্থ কিংবা ধনসম্পদ দেদার খরচ করা মানুষের তালিকায় মাতারেনগোলোর মতো আছেন আরও অনেকেই। বিশ্বকাপ দেখতে কাতারে যেতে কীভাবে টাকা জমিয়েছেন, তা জানাতে গিয়ে মাতারেনগোলো বলেছেন, ‘চার বছর ধরে জমাচ্ছি। স্বপ্ন সত্যি করার জন্য প্রতি মাসে কিছু টাকা জমা রেখেছি। এ জন্য গাড়ি-বাড়ি কেনাও বন্ধ রেখেছিলাম।’
কেন এমন সিদ্ধান্ত নিলেন? উত্তরে মাতারেনগোলোর ব্যাখ্যা, ‘এটা স্বপ্ন, এটা একধরনের মোহ। অনেক মানুষ বলে, সে বাড়ির জন্য টাকা না রেখে কাতার যাওয়ার জন্য টাকা খরচ করছে। হ্যাঁ, আমি নিশ্চিত যে বাড়ি ভালো ব্যাপার। তবে আমি বিশ্বকাপ দেখতেই যাব।’