নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল আটটার দিকে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের বউবাজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য, আজ সকালে বাড়ির পাশে রেললাইনের ওপর বসে খেলছিল গ্রামের রেজওয়ান আলীর মেয়ে রিমা আক্তার (৭) ও রেশমা আক্তার (৪) এবং ছেলে মমিনুর রহমান (৩)। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী মেইল ট্রেনটি তাদের সামনে চলে আসে।। বিষয়টি দেখতে পেয়ে প্রতিবেশী শামীম হোসেন (২৬) তাদের উদ্ধারে এগিয়ে যান। তখন তিনি ও ওই তিন শিশু ট্রেনে কাটা পড়েন।
সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, রেলওয়ে থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।