1. admin@dailyoporadh.com : admin :
দিতির শেষ ছবিটি সেন্সর পেল - দৈনিক অপরাধ
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৭ পূর্বাহ্ন

দিতির শেষ ছবিটি সেন্সর পেল

দৈনিক অপরাধ ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৯ বার পঠিত

পাঁচ বছর হলো মারা গেছেন অভিনেত্রী পারভিন সুলতানা দিতি। তাঁর সর্বশেষ সিনেমা ‘‌এ দেশ তোমার আমার’ এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। গত বছরের জুনে ছবিটি সেন্সরে জমা পড়েছিল। নানা জটিলতায় ছবিটি সেন্সর বোর্ডের অনুমোদন পায়নি। অবশেষে আজ বৃহস্পতিবার সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে ছবিটিকে। গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন ছবির অন্যতম অভিনেতা জায়েদ খান।

এর আগে দেরিতে সেন্সরে জমা দেওয়া বিষয়ে পরিচালক এফ আই মানিক জানিয়েছিলেন, নানা জটিলতার কারণে এত দিন কাজ শেষ করতে দেরি হয়ে যায়। তিনি বলেন, ‘দিতি মারা যাওয়ার বেশ কিছুদিন আগে সিনেমার শুটিং শেষ করেছিলাম। এটি ৩৫ মিলিমিটারে শুট করা হয়েছিল, যা পরে ডিজিটালে ট্রান্সফার করা হয়েছে। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। মাঝে তিনি অসুস্থ থাকায় কাজ শেষ করতে সময় লেগেছে।’

ছবিতে দিতির অভিনয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘“‌এ দেশ তোমার আমার” সিনেমাটি দেখলে দর্শকেরা নতুনভাবে বুঝতে পারবেন যে দিতি কতটা শক্তিশালী অভিনেত্রী ছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

নিজের অভিনীত ছবির সেন্সর ছাড়পত্র পাওয়ার খবরে জায়েদ খান বলেন, ‘প্রায় ১০ বছর আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। এত বছর পর অবশেষে সিনেমাটি মুক্তি পাবে ভেবে ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশের বিশিষ্ট অভিনেত্রী দিতির সর্বশেষ সিনেমা এটি। এতে কাজ করে তাঁর সঙ্গে আমাদের প্রত্যেকেরই অনেক স্মৃতি জমা হয়েছে। সেই সময়ের কথা আজ খুব মনে পড়ছে। তিনি মারা যাওয়ার পরও আমরা সিনেমাটির শুটিং করেছি। আশা করি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ে ২০১৬ সালের ২০ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন দিতি। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রজগতে পা রাখেন তিনি। তাঁর প্রথম সিনেমা উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। যদিও শেষ পর্যন্ত সিনেমাটি মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’। এরপর সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ সিনেমাতে অভিনয় করে ১৯৮৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক অপরাধ ©
A Sister Concern of Prachi 2020 Ltd