1. admin@dailyoporadh.com : admin :
করোনায় ৪৮ জনের মৃত্যু, ১০৪ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত - দৈনিক অপরাধ
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৬ পূর্বাহ্ন
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৬ পূর্বাহ্ন

করোনায় ৪৮ জনের মৃত্যু, ১০৪ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

দৈনিক অপরাধ ডেস্ক।
  • আপডেট সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৫ বার পঠিত

করোনা সংক্রমণে সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে।

এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩২৭ জন, এটি গত টানা ১০৪ দিনের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন রোগী শনাক্তের রেকর্ড।

করোনার ডেলটা ধরনের দাপটের মধ্যে এর আগে এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্তের খবর এসেছিল গত ২৯ মে, এক হাজার ৪৩ জন। নতুন রোগী কমলেও আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু বেড়েছে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা পরিস্থিতির সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়। আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ৩৮ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ৩২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ২৮ হাজার ৫৪২। মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮৮০ জনের।

আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৮৬৯ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত দাঁড়িয়েছে ৭ দশমিক ০৩ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২২ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্য বিভাগের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও গত জুন থেকে করোনার ডেলটা ধরনের দাপটে সংক্রমণ ও মৃত্যু বাড়ে।

দুই মাসের বেশি সময় ধরে করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। এর মধ্যে আগস্টে দেশে করোনার গণটিকাদান শুরু হয়। গত মাসের শেষ দিকেই দেশে করোনা সংক্রমণ ও এতে মৃত্যু কমতে থাকে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক অপরাধ ©
A Sister Concern of Prachi 2020 Ltd