সাহিত্যিক বশীর আল্হেলাল আর নেই। বার্ধক্যজনিত রোগে মঙ্গলবার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বশীর আল্হেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সৈয়দ রওনক মুরাদ।
তিনি বলেন, তার বাবা আলঝেইমার রোগে ভুগছিলেন। এ কারণে তিনি কাউকে চিনতে পারতেন না। রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় দুপুর পৌনে দুইটায় তিনি মৃত্যুবরণ করেছেন। আজ (মঙ্গলবার) বিকাল পাঁচটায় তার বাবার লাশ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হবে। রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন হবে।
১৯৩৬ সালের ৬ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন এই সাহিত্যিক। দীর্ঘদিন বাংলা একাডেমির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন বশীর আল্হেলাল। ১৯৯৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও পান তিনি।