এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবার গানের পাশাপাশি রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন। জানা গেছে, এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করতে দেখা যাবে তাকে। এ অনুষ্ঠানটি তে বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য দেয়া হয়ে থাকে।
এই অনুষ্ঠানে বিভিন্ন পেশার অতিথিদের আমন্ত্রণ জানানো হয়ে থাকে। অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে নিজ হাতে রান্না করতে দেখা যাবে ড. মাহফুজুর রহমানকে।
এছাড়াও থাকছে মাহফুজুর রহমানের খালি গলার গান। এরই মধ্যে একটি পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি শিগগিরই এটিএন বাংলায় প্রচার হবে।